ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ দিবস উপলক্ষে ধ্রুবতারার আলোচনা

    0
    241

    আমারসিলেট24ডটকম,১১মে,শাব্বির এলাহী১৮৫৭ সালে ভারতের সিপাহী জনতার মহাবিদ্রোহের ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, বৃটিশ সামরাজ্যবাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির লক্ষে সিপাহী জনতা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এর চেতনা ছিল জাতীয় মুক্তি ও স্বাধীনতার। যে কারণে এর তাৎপর্য অপরিসীম। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধারণ করে আজকের এই নয়াউপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক বাংলাদেশেও জাতীয় মুক্তি ও স্বাধীনতার সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শুক্রবার শমশেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে ও অমলেশ শর্ম্মার পরিচালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রজত বিশ্বাস, নিরঞ্জন দাশ, ডা. অবনী শর্ম্মা। আলোচনায় অংশ গ্রহণ করেন ডা. মৃগেন চক্রবর্তী, সোহেল আহমদ, আব্দুল খালেক, আরজান আলী প্রমুখ।