ভারতীয় বিএসএফ এর সহায়তায় ২টি বাংলাদেশী গরু উদ্বার

    0
    225

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২০মার্চ,জহিরুল ইসলামঃ এবার বাংলাদেশী ২টি গরু ভারতের লক্ষিছড়া এলাকা থেকে উদ্বার করে বাংলাদেশে ফেরত দিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

    ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তের লালার চক এলাকায়।

    ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর খালেদ বলেন,বাংলাদেশী কৃষকের ২টি গরু রবিবার সকালে নো মেন্স ল্যান্ড এলাকা থেকে ধরে ভারতের সীমানার ভিতরে নিয়ে যায় ভারতীয় লোক। বিষয়টি স্থানীয় এক কৃষক দেখে শরিফপুর বিজিবি ক্যাম্প কমান্ডারকে জানালে ক্যাম্প কমান্ডারের মাধ্যমে খবর আসে শ্রীমঙ্গলস্থ ব্যাটালিয়ানের সদর দপ্তরে। খবর পেয়ে তিনি তাৎক্ষনিক বিএসএফ এর সাথে যোগাযোগ করে কোম্পানী পর্যায়ে ফ্লাগমিটিংর ব্যবস্থা করেন। রবিবার দুপুরে ফ্লাগ মিটিংএর মাধ্যমে বিএসএফ অবহিত হয়ে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ২টি গরু উদ্বার করে সন্ধায় বিজিবির কাছে হস্তান্তর করে।

    চাতলাপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মালেক জানান, অত্যন্ত সৌহাদপূর্ণ পরিবেশে ফ্লাগমিটিং হয়। ফ্লাগ মিটিংএ বিএসএফ কথা দিয়েছিলো তারা গরু উদ্বার করে ফেরত দিবে এবং কয়েক ঘন্টার মধ্যেই তারা গরু গুলো উদ্বার করে বাংলাদেশে ফেরত পাঠায়।