ভারতকে ২৮০ রানের টার্গেট দিল বাংলাদেশ

    0
    234

    আমারসিলেট24ডটকম,২৬ফেব্রুয়ারীঃ বাংলাদেশী ক্যাপ্টেন মুশফিকুর রহিমের শতকের উপর ভর করে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বড় টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের টাইগারদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান। সর্বশেষ জিয়াউর রহমানের উইকেট হারায় স্বাগতিকরা। এছাড়াও ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করা মুমিনুল অশ্বিনের বলে স্টাম্পড হয়ে আউট , আনামুল ৭৭ রানে এবং নাইম ১৪ রানে সাজঘরে ফিরে গেলেন।ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন ৪ উইকেট। এছাড়াও বরুণ অ্যারন, রবিচন্দন অশ্বিন এবং ভুবনেশ্বর কুমার ১ টি করে উইকেট নেন এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ভিরাট কোহলি।

    শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে “ছন্দপতন” ঘটলেও এশিয়া কাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের।ঘাড়ের ব্যথার কারণে দলেই নেই ওপেনার তামিম ইকবাল, নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না দলের সেরা তারকা সাকিব আল হাসান। ইতিহাস বলছে এ ধরনের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর নজির আছে টাইগারদের।

    বাংলাদেশ দলঃ শামসুর রহমান,আনামুল হক,মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক),নাঈম ইসলাম,নাসির হোসেন,জিয়াউর রহমান,মাশরাফি বিন মুর্তজা,আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও রুবেল হোসেন।

    ভারতীয় দলঃ ভিরাট কোহলি (অধিনায়ক), দিনেশ কার্তিক, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, আম্বাতি রায়ডু, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও বরুণ অ্যারন।