বড়াইলে মদনমোহন জিউর আখড়ায় তাঁরকব্রহ্ম মহাযজ্ঞ

    0
    287

    শংকর শীল,হবিগঞ্জ- হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল গ্রামে শ্রীশ্রী মদন মোহন জিউর বিগ্রহ আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই তাঁরকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে। এবছর নিয়ে ৭বছর পূর্ণ হবে। এ নাম যজ্ঞের পুরোহিত্য করবেন – এই আখড়ার সেবাহেত শ্রী পরমানন্দ বৈষ্ণব।

    আগামী ১৭ই নভেম্বর রবিবার হইতে ২০শে নভেম্বর বুধবার পর্যন্ত বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী এ অনুষ্ঠানাদি চলবে।

    অনুষ্ঠানাদির মধ্যে – ১৭ই নভেম্বর রবিবার বিকাল ৫ টা হইতে রাত ৯টা পর্যন্ত শ্রীমদ্ভগবদ গীতা ও শ্রীমদ্ভগবদ পাঠ, পরিবেশনায়- প্রমথ সরকার হবিগঞ্জ, ডাঃ কালীপদ আচার্য্য ও সুবীর দেব চুনারুঘাট। রাত ৯টা হইতে রাত ১২টা পর্যন্ত ষোড়শ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তনের শুভধিবাস পরিবেশনায় – বিনয় সূত্রধর চুনারুঘাট।

    ১৮ই নভেম্বর সোমবার ব্রহ্ম মূহুর্তে ষোড়শ প্রহর ব্যাপী তাঁরকব্রহ্ম নাম সংকীর্ত্তন শুভারম্ভ। নাম সংকীর্ত্তন পরিবেশনায় – শ্রীশ্রী গোপাল জিউ সম্প্রদায় সিলেট, শ্রীশ্রী ব্রজগোপাল সম্প্রদায় বরিশাল, শ্রীশ্রী গিরিধারী সম্প্রদায় ফরিদপুর, শ্রীশ্রী জগন্নাথ সম্প্রদায় চট্টগ্রাম, শ্রীশ্রী জয়গোপাল সম্প্রদায় কুমিল্লা।

    ১৯শে নভেম্বর মঙ্গলবার দুপুর ১২.৩০ মিঃ সময়ে শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ, দুপুর ১.৩০ মিঃ সময়ে মহা প্রসাদ বিতরণ।

    ২০শে নভেম্বর বুধবার উষালগ্নে নগর পরিক্রমা, দুপুর ১২টায় দধিভান্ড ভঞ্জন, বিকাল ৩টায় কনিকা প্রসাদ বিতরণ তৎপরে উৎসব সমাপন। এ উৎসবকে মাধুর্যময় করিয়ে তুলার জন্য আপনারা পরিবার -পরিজন নিয়ে অংশ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।