ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু!

    0
    212

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৬অক্টোবর,স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তারও মৃত্যু হয়।রোববার সকালে ভাদুঘর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা হয়।

    ছেলে শুভ’র আবদার ফেলতে পারেননি বাবা। তাই ট্রেনের ছবি ও ভিডিও করার জন্য ছেলেকে নিজের মোবাইলটি দেন বাবা মোহাম্মদ কাউসার মিয়া। তবে এই মোবাইলই যে ছেলের মৃত্যুর কারণ হবে তা হয়তো কেউই ভাবতে পারেননি।

    প্রত্যক্ষদর্শীদের জানা যায়,রোববার সকাল ১০টার দিকে পারভেজ, শুভ ও মোনায়েম ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর রেললাইনে দাঁড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সঙ্গে সেলফি তুলছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা আখাউড়া থেকে ভৈরবগামী লোকাল ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই পারভেজ ও শুভ’র মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয় অপর শিশু মোনায়েমেরও।

    তিন শিশুর মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো ভাদুঘর এলাকায়। কান্নায় ভেঙ্গে পড়েছেন স্বজনরা। এদিকে নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।