ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কবি আল মাহমুদ চলে গেলেন

    0
    252

    নিজস্ব প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কবি আল মাহমুদ (৮২) মারা গেছেন।শুক্রবার রাত ১১ টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কবির পারিবারিক সূত্র বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।

    ৯ ফেব্রুয়ারি রাতে আল মাহমুদকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতালের ভর্তি করা হয়। ওইদিন রাত ৪টার দিকে চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন।

    শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেই অবস্থায় রাত ১১টার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পাঁচ পুত্র ও তিন কন্যাসহ বহু গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

    আধুনিক ভাষা কাঠামোর ভেতরে আঞ্চলিক শব্দের প্রয়োগ ঘটিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

    একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন তিনি। কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াল গ্রামে জন্মগ্রহণ করেন।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরেও অংশ নিয়েছেন।তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী হিসেবে পরিচিত দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকার সম্পাদক ছিলেন।

    উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ (সম্পাদনা)

    • লোক লোকান্তর (১৯৬৩)
    • কালের কলস (১৯৬৬)
    • সোনালী কাবিন (১৯৬৬)
    • মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
    • আরব্য রজনীর রাজহাঁস
    • বখতিয়ারের ঘোড়া
    • অদৃশ্যবাদীদের রান্নাবান্না
    • Al Mahmud In English
    • দিনযাপন
    • দ্বিতীয় ভাঙ্গন
    • একটি পাখি লেজ ঝোলা
    • পাখির কাছে ফুলের কাছে
    • আল মাহমুদের গল্প
    • গল্পসমগ্র
    • প্রেমের গল্প
    • যেভাবে বেড়ে উঠি
    • কিশোর সমগ্র
    • কবির আত্নবিশ্বাস
    • কবিতাসমগ্র
    • কবিতাসমগ্র-২
    • পানকৌড়ির রক্ত
    • সৌরভের কাছে পরাজিত
    • গন্ধ বণিক
    • ময়ূরীর মুখ
    • না কোন শূন্যতা মানি না
    • নদীর ভেতরের নদী
    • পাখির কাছে , ফুলের কাছে
    • প্রেম ও ভালোবাসার কবিতা
    • প্রেম প্রকৃতির দ্রোহ আর প্রার্থনা কবিতা
    • প্রেমের কবিতা সমগ্র
    • উপমহাদেশ
    • বিচূর্ণ আয়নায় কবির মুখ
    • উপন্যাস সমগ্র-১
    • উপন্যাস সমগ্র-২
    • উপন্যাস সমগ্র-৩
    • তোমার গন্ধে ফুল ফুটেছে (২০১৫)
    • ছায়ায় ঢাকা মায়ার পাহাড় (রূপকথা)
    • ত্রিশেরা
    • উড়াল কাব্য।