ব্যালট ছিনতাই কালে পুলিশের গুলিতে নিহত-১

    0
    204

    আমারসিলেট24ডটকম,১৫মার্চঃ বৃহত্তর ফরিদপুরের শরীয়তপুর জেলার  নড়িয়া উপজেলায় ভোটগ্রহণকালে ব্যালট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে তুশখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনায় নিহত হন স্থানীয় মনসুর মাঝির ছেলে রিপন মাঝি (৩০)। এ সময় আরো অন্তত ১০ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

    স্থানীয়রা জানায়, বিকেলে তুশখাড়া কেন্দ্রে ভোটগ্রহণের সময় হামলা চালায় একদল লোক। তারা ব্যালটবাক্স ছিনতাই করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলিবর্ষণ করে। এতে রিপন মাঝি গুলিবিদ্ধ হন। সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। পরে রিপনের মৃত্যু হয়। ঘটনার পরে কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ হয়ে যায়।
    অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ’র সুত্রে জানা যায় তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম ইসসমাইল হকের ২০-৩০ জন সমর্থক  ভোট কেন্দ্রের ব্যালট ছিনতাইকালে পুলিশ ২৮টি গুলি ছোড়ে। মাথায় গুলি লেগে একজন ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।