বৌদ্ধদের নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে সিলেটের উছমান আলী

    0
    223

    চেয়ারম্যানের  ৩০ লক্ষ টাকার খাদ্য ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬সেপ্টেম্বর,সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলা জাতীয় মার্টির সদস্য সচিব সিলেট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উছমান আলী ও তাঁর পরিবারের অর্থায়নে রোহিঙ্গা মুসলমানদের মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ঔষধ, খাদ্য সামগ্রী, দু’টি অস্থায়ী মসজিদ সহ প্রায় ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে গত মঙ্গলবার ৯ টি ট্রাকে করে কক্সবাজার সেনাবাহিনীর খাদ্য নিয়ন্ত্রণের অফিসে পাঠানো হলে সেখানে পৌছার পর সেনাবাহিনী কর্তৃক লিপিবদ্ধ করে পরদিন দুপুর ২ ঘটিকার সময় স্থানীয় টেকনাফ উনছি প্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উছমান আলী চেয়ারম্যান সহ সিনিয়র সহকারী কমিশনার মোঃ সামসুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছার, বিজিবি’র উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী ও পারিবারিক সরঞ্জাম নির্যাতিত রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হয়।

    গত বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় টেকনাফের রইক্যা বাজারে উছমান আলী চেয়ারম্যান ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা: মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১২ জন চিকিৎসক প্রায় চার হাজার রোহিঙ্গাকে চিকিৎসা প্রদান ও ঔষধ দেওয়া হয়।  কর্তব্যরত বিজিবি মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন। বৃহস্পতিবার রাত ৯ ঘটকার সময় সিনিয়র সহকারী কমিশনার সামসুল আলম ও মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আবছারের কাছে মসজিদ নির্মাণের কাজের সরঞ্জাম হস্তান্তর করেন উছমান আলী চেয়ারম্যান।

    এ সময় উছমান আলী চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন-বিশিষ্ট সমাজসেবক আঙ্গুর আলী, বানেসশুরপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী রিয়াজ উদ্দিন,পুষ্পাঙ্গনের সভাপতি এম.এ. হক, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ হোসেন, সিলেট জেলা ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ।