বেসরকারি ফল২০ঃআ’লীগ-১৪ বিএনপি-৫ জামাত-১

    1
    528

    আমারসিলেট24ডটকম,৩১মার্চঃ পঞ্চম ও শেষ পর্বে আজ সোমবার দেশের ৩৫টি জেলার ৭৩টি উপজেলায় সকাল আটটা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। অনিয়ম, কেন্দ্র দখলের মধ্য দিয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। এ সংবাদ লিখা পর্যন্ত ২০টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে।আওয়ামী লীগ-১৪,বিএনপি-৫,জামায়াত-১ ।
    গফরগাঁওয়ে আশরাফ উদ্দীন বাদল (আওয়ামী লীগ), পাকুন্দিয়ায় রফিকুল ইসলাম (আওয়ামী লীগ), কিশোরগঞ্জের অষ্টগ্রামে শহীদুল ইসলাম জেমস (আওয়ামী লীগ), রাজবাড়ি গোয়ালন্দে এবিএম নুরুল ইসলাম (আওয়ামী লীগ), পাবনার বেড়ায় আবদুল কাদের (আওয়ামী লীগ), সাতক্ষীরার দেবহাটায় আবদুল গনি (আওয়ামী লীগ), মৌলভীবাজারের জুড়িতে এম এ মুমিত আসুক (আওয়ামী লীগ), বরগুনার বামনায় সাইতুল ইসলাম (আওয়ামী লীগ), পটুয়াখালীর দশমিনায় সাখাওয়াত হোসেন (আওয়ামী লীগ-বিদ্রোহী), ফেনীর ছাগলনাইয়ায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল (আওয়ামী লীগ), নোয়াখালীর সুবর্ণচরে খায়রুল আনাম (আওয়ামী লীগ), রাঙ্গামাটির রাজস্থলিতে উথিং সিং মারমা (আওয়ামী লীগ), টেকনাফে জাফর আহমেদ (আওয়ামী লীগ), গাইবান্ধার ফুলছড়িতে হাবিবুর রহমান (আওয়ামী লীগ-বিদ্রোহী)।

    সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হারুনর রশিদ (বিএনপি), লংগদুতে তোফাজ্জল হোসেন (বিএনপি), কক্সবাজার
    সদরে আবদুল মাবুদ (বিএনপি), উখিয়ায় সরোয়ার জাহান চৌধুরী (বিএনপি), ত্রিশাল জয়নাল আবেদীন (বিএনপি)।
    গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজেদুর রহমান (জামায়াত)।