বেনাপোল সীমান্তে ৭১০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

    0
    195

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জুলাইঃ এম ওসমান: যশোরের বেনাপোল সীমান্তবর্তী বোয়ালিয়া বাজার থেকে ভারত থেকে চোরাই পথে আসা ৭১০টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

    বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ভারত থেকে পাচার হয়ে আসা বিরল প্রজাতির কচ্ছপের এ চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র  যশোর ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানায়, সকালে ভারত থেকে চোরাই পথে কচ্ছপের একটি চালান সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছিল। খবর পেয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের বোয়ালিয়া বাজারে অভিযান চালায়। এসময় বিজিবি’র ধাওয়া খেয়ে সঙ্গে থাকা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে এসব বস্তার ভেতরে বিরল প্রজাতির ৭১০টি কচ্ছপ পাওয়া যায়।