বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    0
    196

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২মার্চ,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ১০ পিস স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

    শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম বেনাপোলের পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।
    বিজিবি জানায়, বিপুল পরিমান স্বর্ণের বার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে মনিরুলকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

    যার ওজন ১ কেজি ৩৪০ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়।

    বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল তারিকুল হাকিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় পাঠানো হয়েছে।