বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার

    0
    227
    এম ওসমান, বেনাপোল:  যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার সকাল ১০ টার সময় সাদিপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি । যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
    আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, বুধবার সকাল ১০ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে ।
    এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন।তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার হবে বলে জানিয়েছেন বিজিবি ।