বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ি কাপড় জব্দ

    0
    212

    বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে থেকে ২৯ লাখ টাকা মুল্যের বিপুল পরিমান ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে বিজিবি সদস্যরা। বুধবার পুটখালী অভয়বাশ বাওড়পাড় এলাকা থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ সাংবাদিকদেরকে জানান, বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি চালান প্রবেশ করেছে এমন সংবাদের ভিক্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা শাড়ী কাপড়ের চালানটি ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৮১টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ২৯ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা বলে এ বিজিবি জানায়।

    এ ঘটনায় বেনাপোল থানায় একটি মামলার করার হয়েছে।