বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে দু’বাংলার মিলনমেলা

    0
    233

    অনুষ্ঠানের আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৯ফেব্রুয়ারী,বেনাপোল প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও  বেনাপোল চেকপোষ্টের জিরো পয়েন্টে বসছে দু’বাংলার ভাষা প্রেমী মানূষদের মিলন মেলা। তবে  এবার অনুষ্ঠানটি হচ্ছে ভিন্ন আঙিকে। অন্য বছরে  দু’বাংলায় পৃথক পৃথক অনুষ্ঠান হলেও এবার হচ্ছে একই মঞ্চে।

    এ মঞ্চে মিলন মেলা বসবে ভাষা প্রেমী মানুষদের। মঞ্চে থাকবে দু-বাংলার মন্ত্রী, কবি, সাহিত্যক আর নামী-দামী ব্যক্তিরা। আর মিলন মেলাকে ঘিরে এখানে বসবে দু’বাংলার মানুষের দেয়া  ষ্টলে বই মেলা। বিনিময় হবে দু’বাংলার মানুষের সেচ্ছায়  রক্তদান কর্মসুচী।

    ভারতের পেট্রাপোল বনগাঁ পৌর সভার মেয়র এবং বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন রক্তদান কমৃসুচীতে অংশ গ্রহন করবেন। তাই এখন দু’দেশের একুশ উদযাপন কমিটির আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়।