বেনাপোল থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

    0
    339

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩ফেব্রুয়ারী,এম ওসমানঃ বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে আজিজুর রহমান (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত থেকে গরু আনার সময় মঙ্গলবার ভোরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

    আজিজুর বেনাপোলের পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারপোতা গ্রামের চাঁদ আলীর ছেলে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৩ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল হক জানান, সীমান্ত পথে ভারত থেকে গরু আনার জন্য একদল গরু ব্যবসায়ী পুটখালী সীমান্তের ভারতীয় ইছামতি নদীর ধারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আজিজুর রহমান বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। পরে তাকে পিটিয়ে জখম করে আহত অবস্থায় ভারতের ২৪ পরগনা জেলার গাইঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়।