বেনাপোল চেক‌পোস্ট থে‌কে ৭ পিস স্বর্ণের বারসহ আটক-২

    0
    391

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬অক্টোবর,বেনাপোল প্র‌তি‌নি‌ধিঃ   এক‌দি‌নের ব্যবধা‌নে আবারও ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে ৭ পিস স্বর্ণের বারসহ ২ পাসপোর্ট যাত্রীকে আটক ক‌রে‌ছে বেনা‌পোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার সকালে বেনাপোল চেক‌পোস্ট কাস্টমস থে‌কে তা‌দের আটক করা হয়।
    আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে মাহাবুব আলম (৩৫) ও মুন্সিগঞ্জ সদরের বানিয়া আশুলিরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৪২)।
    বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক জানান, আটককৃতরা বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে বা‌হির হ‌য়ে ভার‌তে প্র‌বে‌শের সময় তা‌দের চলাচল স‌ন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী ক‌রে একজনের জুতার ভেতর ও অন্যজনের কোটের পকেট থেকে মোট ৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্ব‌র্ণের বা‌রের মূল্য আনুমা‌নিক ৫০ লাখ টাকা।

    জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তি‌নি।