বেনাপোলে ১২ পিছ স্বর্ণের বারসহ পাস‌পোর্টযাত্রী আটক

    0
    254

    বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার কা‌লে বেনাপোল চেকপোস্ট থে‌কে শহিদুল্লা (৩০) নামে এক পাসপোর্ট যাত্রীকে ১২ পিছ (১ কেজি ২শ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। বুধবার সকা‌লে ওই যাত্রীর পায়ু পথ থে‌কে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটক শহিদুল্লা কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে।

    কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টম্স শুল্ক গোয়েন্দা সদস্যদের। পরে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।

    এ সময় প্রথমে তিনি শরীরে স্বর্ণবার বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তার শরীরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এসময় তার পায়ুপথ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

    বেনাপোল কাস্টমস হাউজের সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।