বেনাপোলে ১০পিস স্বর্ণের বারসহ দুই পাসপোর্ট যাত্রী আটক

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯নভেম্বর,বেনাপোল  প্রতিনিধি:যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতে পাচারের সময় ১০ পিস স্বর্ণের বারসহ ২ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ভারতে স্বর্ণ পাচার কালে তাদের আটক করা হয়।
    আটক স্বর্ণ পাচারকারীরা হলেন- গোপালগঞ্জের ঘোষেরচর এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মহাসিন খান (৩৬) ও শরিয়তপুরের জাজিরা উপজেলার ইব্রাহীম মাদবরের ছেলে ইলিয়াস আহম্মেদ (৪১)।
    বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক বলেন, আটক ২ যুবককে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বের হয়ে ভারতে প্রবেশ করার আগে ২ যুবকের চলাফেরা সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১ কেজি ওজনের ১০ পিচ স্বর্ণের বার ২ জনের কাছ থেকে উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।