বেনাপোলে স্বর্নলংকারসহ পাসপোর্ট যাত্রী আটক

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জুলাই, এম ওসমানঃ আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় যাত্রীর ল্যাগেজ থেকে ৯ভরি ওজনের স্বর্ণালংকারসহ সুমন দাস (৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে চেকপোস্ট এলাকা থেকে ওই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।

    আটক পাসপোর্ট যাত্রী সুমন দাস চট্রগ্রামের পাথরঘাটা এলাকার রতন দাসের ছেলে। যার পাসপোর্ট নং-এডি-২৩৩১৬২২।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ২৬ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন আটকের বিয়য় নিশ্চিত করে জানান, সুমন দাস ইমিগ্রেশন ও কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ কালে সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশী করা হয়। এ সময় ব্যাগের ভেতর রাখা একটি কৌটার মধ্যে ৯ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এসব অলঙ্কারের মধ্যে তিনটি চেইন, পাঁচটি আংটি, পাঁচটি কানের দুল, তিনটি গলার লকেট ও একটি নাকফুল রয়েছে।

    আটক যাত্রী সুমন দাস জানান, তিনি ১২ বছর মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর দেশে ফিরেছেন। স্বর্ণ ক্রয়ে তার বৈধ কাগজপত্র রয়েছে। তার স্ত্রী ও সন্তানেরা কোলকাতার বিরাট শহরে অবস্থান করায় তিনি সেখানে যাচ্ছিলেন।