বেনাপোলে শিশুসহ ১৮ নারী-পুরুষ রোহিঙ্গা আটক

    0
    215

    বেনাপোল থেকে এম ওসমান: বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়ায় পূর্বে বৃহস্পতিবার বিকালে আমড়াখালী চেকপোস্ট থেকে শিশুসহ ১৮ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী পরিবহণ যোগে বেশ কিছু রোহিঙ্গা ভারতে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছে।

    এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে অভিযান চালান হয়। বিকাল ৫ টার দিকে যাত্রীবাহি একটি বাস তল্লাশী করে ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে।

    এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

    আব্দুস সালাম নামের রোহিঙ্গা বলেন, আমরা দালালের মাধ্যমে ভারতে যাওয়ার জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছি। ভালো কাজ দেওয়ার কথা বলে দালাল আমাদের ভারতে নিয়ে যাচ্ছিল।