বেনাপোলে পিস্তল-গুলি ও গাঁজাসহ আটক-১

    0
    249

    বেনাপোল থেকে এম ওসমান: যশোরের বেনাপোল ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৩ টি নাইন এম এম পিস্তল, ৬ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি ও ৬ কেজি গাঁজাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে ৪টার সময় নিজ বাড়ি থেকে আব্দুল খালেক (৫০) নামে উক্ত ব্যবসায়ীকে আটক করেন। আটক খালেক ঘিবা গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বলেন, একটি সুনির্দিষ্ট গোপন সংবাদ আসে ঘিবা গ্রামের অস্ত্র ব্যবসায়ী খালেক বিদেশী অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘিবা ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে খালেককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে খালেকের তথ্য মতে তার বাড়ি থেকে ৩ টি নাইন এম এম পিস্তল, ৬ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও মাদকসহ খালেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।