বেনাপোলে চ্যানেল আই’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    0
    483

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১অক্টোবর,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে নানা আয়োজনের মধ্যে দিয়ে “চ্যানেল আই”এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকালে বেনাপোল বাজারের প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে বেনাপোল প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম কেক কেটে অনুষ্ঠান শুরু করেন।

    বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম, বেনাপোল স্থল বন্দরের আনসার ব্যাটালিয়নের প্লাটন কমান্ডার মহিদুল ইসলাম, কলারোয়া উপজেলার সাবেক কৃষি সম্প্রসারণ অফিসার মমতাজ উদ্দিন খান।

    এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজ, ইনডিপেনডেন্ট টিভির বেনাপোল প্রতিনিধি এমএ রহিম, দৈনিক সংবাদের বেনাপোর প্রতিনিধি দেবুল কুমার দাস, দৈনিক যায়যায় দিনের আলী আশরাফ, মানবকন্ঠের ফারুক হাসান, দিনকালের মতিয়ার রহমান, প্রবর্তনের ফারুক আহম্মদ, দৈনিক প্রবাহের বেনাপোল প্রতিনিধি ওহিদুল ইসলাম, দৈনিক তথ্যের মিলন হোসেন খান, এসএ টিভির শেখ নাসির উদ্দিন, দৈনিক জনতা’র এম ওসমান, গ্রামের কাগজের আব্দুর রহমান, দৈনিক নওয়াপাড়ার আহম্মদ আলী খোকন, প্রতিদিনের কন্ঠের আসাদুর রহমান আসাদ প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, চ্যানেল আই প্রতিষ্ঠার পর থেকেই নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। মাটি ও মানুষ, কৃষক ও সাধারণ মানুষের চ্যানেল। আগামীর দিনগুলোতে চ্যানেল আইয়ের অগ্রযাত্রা আরো বেগবান হোক এই কামনা করেন তিনি।
    বিশেষ অতিথি পোর্ট থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান বলেন, কয়েকটি ইলেকট্রনিক্স মিডিয়ার নাম করলে চ্যানেল আই প্রথমেই আসে। বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম বলতে চ্যানেল আইকেই বুঝায়। চ্যানেল আই নিরপেক্ষতা রক্ষা করে চলে। শাইক সিরাজের “মাটি ও মানুষ” অনুষ্ঠানটি দেশ নয় সারা বিশ্ব জয় করেছে।