বেনাপোলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বোমা বিষ্ফোরণে আহত-১০

0
743
বেনাপোলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বোমা বিষ্ফোরণে আহত-১০
বেনাপোলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বোমা বিষ্ফোরণের চিত্র

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (২৮ মার্চ ২০২২) সকাল ১০ টার সময় হঠাৎ করেই এই বোমাবাজির ঘটনা শুরু হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

যশোরের নাভারণ সার্কেল সিনিয়র এএসপি জুয়েল ইমরান সংবাদ লেখাকালিন সর্বশেষ জানান, “এখন পর্যন্ত ৭০টির মতো বোমা বিস্ফোরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে পুলিশ।”
ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে বলে জানান তিনি।