বেগম জিয়াকে গ্রেপ্তার বা গৃহবন্দির আশঙ্কা

    0
    224

    আমার সিলেট  24 ডটকম,০৯নভেম্বরঃ প্রধান বিরোধী  ১৮দলীয় জোটের ক্রমাগত হরতালের বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। ইতিমধ্যে তৃতীয় দফা টানা ৩ দিনের ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণার পরই সরকার বিএনপির নেতাদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে। কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে ইতিমধ্যে । এ গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে সরকারের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকেও গৃহবন্দি করার পরিকল্পনা রয়েছে বলেও অসমর্তিত স্যত্রে জানা যায়।
    সংশ্লিষ্ট সূত্র মতে, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধীদলীয় জোটের নির্বাচন প্রতিহত করার কঠোর কর্মসূচি দমন করতেই সরকার গ্রেপ্তার অভিযান শুরু করেছে। সরকার মনে করছে, আগামী ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের সমাবেশের সাথে সমন্বয় রেখে বিরোধী দল টানা তিন দিনের হরতাল কর্মসূচি দিয়েছে। যদিও ইতিমধ্যে হেফাজতে ইসলাম তাদের ওই কর্মসূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে। তারপরও নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের পর বিরোধী দল আবারো হরতাল-অবরোধ দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করেছে বিরোধী দল  । এ আশঙ্কাতেই বিএনপির নেতাদের বিরুদ্ধে আগাম গ্রেপ্তার অভিযান শুরু করা হয়েছে বলে কেহ কেহ অনুমান করছে । ইতিমধ্যে বিএনপির শীর্ষস্থানীয় ৫ নেতা গ্রেপ্তারের পাশাপাশি বেগম খালেদা জিয়ার বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ের আশপাশে পুলিশের অবস্থান বাড়ানোয় জনমনে বেগম জিয়াকে গ্রেপ্তার ও গৃহবন্দির আশঙ্কা  করা হচ্ছে।