বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

    0
    272

    ১০টি পদে ৩৮ জনের মনোনয়নপত্র জমা

    রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ  সিলেটের সর্ববৃহত শ্রমিক সংগঠন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিঃ নং-১৯০৯) এর ত্রি-বার্ষিক নির্বাচনে ২ অক্টোবর শুক্রবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১০টি পদের বিপরিতে ৩৮ জনের মনোনয়পত্র দাখিল করে। আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর শ্রসিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০।
    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উত্তর পূর্ব সিলেটের ৪টি উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজিঃ নং-১৯০৯) এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৪ অক্টোবর শনিবার অনুষ্টিত হবে। অনুষ্টিত নির্বাচনে অত্র সংগঠনের প্রায় ৩হাজার ৪শত ৮০জন ভোটার মধ্যে হতে মনোয়নপত্র দাখিলের শেষ দিনে ১০টি পদে ৩৮জন মনোনয়ন পত্র দাখিল করে। তার মধ্যে সভাপতি পদের প্রাথীরা হলেন- অত্র সংগঠনের সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান, মোঃ আলী আকবর, মোঃ এনামুল হক এনাম, মোঃ জমির উদ্দিন। সহ-সভাপতি পদের প্রার্থিরা হলেন- মোঃ সমসুর উদ্দিন, মোঃ শাহাব উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মোঃ কামাল হোসেন। সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মোঃ আব্দুর রব, মোঃ মোস্তফা কামাল, মোঃ আব্দুর রব। সহ-সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মোঃ মামুনুর রশিদ, মোঃ আজিজুর রহমান, মোঃ মাজিদুল হক মজিদ, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, সংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মোঃ সুনু মিয়া, মোঃ লিয়াকত আলী। দপ্তর সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মোঃ হাবিব আহমদ, মোঃ তোফাজ্জল হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন মোঃ শাহাজান আহমদ, মোঃ হেলাল মিয়া, মোঃ জামিল আহমদ। কোষাদক্ষ পদের প্রার্থীরা হলেন মোঃ জামাল উদ্দিন, মোঃ মোস্তফা মিয়া। প্রচার সম্পাদক পদের প্রার্থীরা হলেন- মোঃ আব্দুর শুকুর, মোঃ আনিছ উদ্দিন, মোঃ সুহেল আহমদ। কার্যনির্বাহী সদস্য পদে মোঃ অধূদ মিয়া, মোঃ নেকই মিয়া, মোঃ আব্দুল হান্নান, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ ধলাই মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোঃ শাহজাহান, মোঃ ফরিদ মিয়া, মোঃ লুৎফুর রহমান।
    আগামী ৩ অক্টোবর হতে ৫ অক্টোবর পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ৬ হতে ৭ অক্টোবর আপিল গ্রহন এবং প্রার্থীতা প্রত্যাহার, ৮ অক্টোবর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্ধ। ২৪ অক্টোবর সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্টিত হবে। উল্লেখ্য বিগত ২০১৫ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলেও সংগঠনের বিভিন্ন জটিলতা সহ সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারনে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন ইতোপূর্বে তপশীল ঘোষণা করে।

    অপরদিকে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখা কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা চিকানাগুল বাজারে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের আহবানে জৈন্তাপুর উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি মোঃ মইনুল হোসাইনের সভাপতিত্বে ও মোঃ কামরুজ্জামান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এটিএম বদরুল ইসলাম, সহ-সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল উদ্দিন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াছ উদ্দিন, আইনজীবী পরিষদের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, বন ও পরিবেশ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী, যুব পরিষদের যুগ্ম-আহবায়ক ইমাম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল সদস্যদের উপস্থিতিতে জৈন্তাপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হবে।