বৃষ্টির কারনে সমাপ্তিঃবাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা

    0
    231

    আমার সিলেট  24 ডটকম,২২অক্টোবরবৃষ্টির কারনে  সমাপ্তি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিনের মত চা বিরতির সময় দ্বিতীয় দিনেও নামে বৃষ্টি। ঘণ্টাখানেক বর্ষণের পর আর মাঠে খেলা যায়নি। বেলা সাড়ে তিনটার সময় দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট  স্টেডিয়ামে খেলা বন্ধের আগে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করে ১০৭ রান। দলের পক্ষে অলরাউন্ডার সাকিব আল হাসান একাই নিয়েছেন ৩টি উইকেট। ক্রিজে ছিলেন কেন উইলিয়ামসন ও রস টেলর। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সাকিবের বলে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন হামিশ রাদারফোর্ড। আর ১৪ ওভারে দলীয় ৩২ রানের মাথায় ফুলটন আউট হলে চাপে পড়ে নিউজিল্যান্ড।

    এরপরই শুরু হয় মধ্যাহ্ন বিরতি। বিরতি শেষে খেলা শুরু হলে দলীয় ১০১ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে সফরকারীদের। সাকিবের বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে সাজঘরে ফিরে যান। এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাত্র ৫৪ রান যোগ করতেই তারা হারায় বাকি পাঁচ উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে ৫ উইকেট পেয়েছেন ওয়াগনার। এছাড়াও সোধী ৩টি এবং বোল্ট ও এন্ডারসন পেয়েছেন ১টি করে উইকেট। বাংলাদেশের পক্ষে একমাত্র অর্ধশত রান পেয়েছেন তামিম ইকবাল।