বৃদ্ধি পেলো চা শ্রমিকদের মজুরি

    0
    495

    এস কে দাশ সুমন: দেশের  চা  শিল্পের  বিকাশে  এবং  ক্রমবর্ধমান  অভ্যন্তরীণ  ও  আন্তর্জাতিক  চাহিদা  মেটাতে  চা  বাগান  সমূহের  চা  শিল্পে  নিয়োজিত  চা  শ্রমিকদের  দৈনিক  মজুরী  ৮৫  টাকা  থেকে  বাড়িয়ে  ১০২  টাকা  নির্ধারণ  করা  হয়েছে । বিভিন্ন  উৎসবে  উৎসব  বোনাস  ৪৫৯০  টাকা  এবং  চুক্তি  অনুযায়ী  বকেয়া  বিগত ( এরিয়া ) ২০ মাস  সহ ১০২ টাকা  মজুরী  আগামী  সোমবার  ২৭ আগষ্ট  থেকে  কার্যকর  হবে । তাছাড়া  সর্দারদের  ৫১০০  টাকা  ও  লেদ  অপারেটর,  ড্রেসার  এবং  ইলেকট্রিশিয়ানদের  প্রারম্ভিক  মাসিক  বেতন  ৫২০০  নতুন  করে  নির্ধারণ  করা  হয়েছে ।

    বাংলাদেশ  চা  শ্রমিক  ইউনিয়ন  এবং  মালিকপক্ষের  সংগঠন  বি  টি  এ  এর  মধ্যে  আজ  এই  চুক্তি  চূড়ান্ত  হয় । এ  বিষয়ে  মুঠোফনে  কথা  হয়  শ্রীমঙ্গল  উপজেলা  ভাইস  চেয়ারম্যান  ও  চা  শ্রমিক  নেতা প্রেম  সাগর  হাজরার  সাথে  তিনি  জানান  চা  শ্রমিকদের  নায্য  মজুরি  বৃদ্ধিসহ  উৎসব  ভাতা  প্রদানের  লক্ষ্যে  চা  শ্রমিকদের  বিভিন্ন  সংগঠন  দীর্ঘদিন  ধরে  বিভিন্ন  আন্দোলন  সংগ্রাম  করে  আসছে,  বিগত  বছরে  বিষয়টি  নিয়ে  বাগান  মালিক  পক্ষ  চা  শ্রমিক  ইউনিয়ন  ও  সরকারি  মজুরি  কমিশনের  নেতৃবৃন্দের  মাধ্যমে  একটি  চুক্তি  স্বাক্ষরিত  হয়  ঢাকাতে।
    কিন্তু  মালিক  পক্ষ  বিষয়  টি  দীর্ঘদিন  ধরে  বাস্তবায়নে  ধীরগতির  পথ  অবলম্বন  করে। সর্বশেষ  সিদ্ধান্ত  অনুযায়ী  আগামী  সোমবার  হতে  চা  শ্রমিকদের  দৈনিক  মজুরি ১০২  টাকা  বৃদ্ধি  সহ  বিভিন্ন  উৎসব  ভাতা  কার্যকরী  হবে ।আপডেট