বৃটেনে হিলি কবরস্থানে মুসলিম সেকসনে সেল্টারের উদ্বোধন

    0
    226

    বদরুল মনসুর: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের হিলি কবরস্থানে মুসলিম সেকসনে নব নির্মিত সেল্টারের (ছাউনি) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সহযোগিতায় এবং কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার ও জালালিয়া মস্ক এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সহ কার্ডিফের অন্যান্য মসজিদ ও বিভিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান এবং কমিউনিটি ব্যাক্তিবর্গের অনুদানে এই সেল্টার নির্মান করা হয়েছে।

    ওয়েলস বাংলা নিউজের এডিটর ও এটিএন বাংলার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সাথে আলাপ কালে বৃটেনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী এই প্রজেক্ট বাস্তবায়নে প্রায় বিশ হাজার পাউন্ড খরচ হয়েছে বলে জানিয়েছেন।

    কার্ডিফের মুসলিম কমিউনিটির বিভিন্ন মসজিদের ঈমাম ও খতীব ছাড়া ও কাউন্সিলারবৃন্দসহ অনাান্য কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে নিহতদের মাগফেরাত কামনাসহ মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।