বৃটেনের ওয়েলস বাংলাদেশ চেম্বার ও দি ইউনিভার্সিটি অফ সাউথ চুক্তি

    0
    477

    আমারসিলেট24ডটকম,১৬ডিসেম্বর,মকিস মনসুরঃ দি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ও বৃটেনের ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের মধ্যে গত ১৫ ডিসেম্বর সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এট্রিয়ামে ভবিষ্যত ওয়েলস ও বাংলাদেশের মধ্যে দ্বি পাক্ষিক শক্তিশালী ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দ্বার উন্মোচন করার লক্ষ্যে একটি ইন্টেন্ট স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
    দি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এর পক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক জুলি লিডন ও বি ই ও চেম্বার অফ কমার্সের পক্ষে প্রেসিডেন্ট এম দিলাবর এ হোসাইন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সবাইকে স্বাগত জানান চেম্বারের জেনারেল সেক্রেটারী মহব্্স নূর।
    সমঝোতা স্মারক চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও চেম্বারের মধ্যে যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যে সব ছাত্রছাত্রী এখানে পড়তে আসবেন তারা অবশ্যই লাভবান হবেন এবং ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক লাভজনক মার্কেটিং ও প্রচারমূলক কার্যক্রমে আরও বলিষ্ট ভুমিকা রাখবে বলে উপস্থিত সুধীবৃন্দ অভিমত ব্যক্ত করেন।