বিয়ানীবাজার কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত-১

    0
    230

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭জুলাই,হাবিবুর রহমান খানঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের  গুলাগুলিতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
    নিহতের নাম খালেদ আহমদ লিটু (২৮)। সে কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। নিহত লিটু বিয়ানীবাজার উপজেলার খাসা পন্ডিতপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
    সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
    জানা যায়- সোমবার সকালে বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে কলেজের একটি কক্ষে লিটুর মাথায় গুলি করে অপরপক্ষের কর্মীরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিটুর।
    বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর নিহত লিটুসহ ছাত্রলীগের একটি পক্ষ ঐ কক্ষে বসাছিল। হঠাৎ কক্ষে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রলীগ নেতা লিটুর লাশ উদ্ধার করে।