“বিশ্ব শব্দ করে পড়া দিবস” ১ ফেব্রুয়ারি পালিত হবে

    0
    486

    বাংলাদেশে প্রতিবছরের ন্যায় এবারও রিড অ্যালাউড বাংলাদেশ-এর উদ্যোগে ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস’ পালিত হবে  আগামী ১ ফেব্রুয়ারি রোজ সোমবার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় প্রেসক্লাবে দিবসটি পালিত হবে।

    দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে শব্দ করে পড়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

    উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: জাকির হোসেনসহ দেশবরেণ্য শিক্ষাবিদগণ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

    উল্লেখ্য, ‘শব্দ করে পড়িনিজেকে আবিষ্কার করি স্লোগানে শব্দ করে পড়ার ব্যাপারে নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রিড অ্যালাউড বাংলাদেশএর রূপকার জনাব রূপক সিংহ। প্রতি বছরের ন্যায় এবারও তারা আনুষ্ঠানিভাবে দিবসটি পালন করবে।প্রেস বার্তা