বিশ্বের ১০৪টি দেশে সেরা হাফেজকে বিমানবন্দরে সংবর্ধনা

    0
    231

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭জুন,হাবিবুর রহমান খান,স্টাফ রিপোর্টারঃদুবাই থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা আর শুভেচ্ছায় সিক্ত হলো বিশ্বসেরা হাফেজ তরিকুল ইসলাম।দুবাইয়ে ২১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া তরিকুল, শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে দেশে ফেরে। এসময় বিমানবন্দর এলাকায় তাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে শত শত মানুষ ভিড় করে। ব্যানার, ফ্যাস্টুন ও ফুল নিয়ে উপস্থিত হন অনেকে।তরিকুলের গর্বিত বাবা শিক্ষক আবু বকর সিদ্দিক, তার শিক্ষক, সহপাঠী ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।বিশ্বের ১০৪টি রাষ্ট্র নিয়ে পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতায় শুরু হয়েছিল।

    বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। যাতে প্রথম স্থান অধিকার করে কিশোর হাফেজ ত্বরিকুল ইসলাম। পুরস্কার হিসেবে সে প্রায় ৬০ লাখ টাকা পেয়েছে।তরিকুল রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র।মাত্র ১৩ বছর বয়সী এ হাফেজের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দির মালিগাঁওয়ে। শিক্ষকরা বলেন আমরা মনে করি সে গোটা বাংলার গৌরব ও অহংকার।আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, “আমিন”।