বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী চা বাগানের শিক্ষার্থিদের পাশে “অশেস্কা”

    0
    284

    Education is the most powerful weapon which you can use to change the world –  অর্থাৎ শিক্ষা এমন একটি অস্ত্র যা দ্বারা তুমি এই বিশ্বকে বদলে দিতে পারো। এ শ্লোগানের আলোকে চা বাগানের শিক্ষার্থীদের এইচএসসি শেষে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকলেও পর্যাপ্ত গাইডলাইন ও বই কেনার ভয়ে তারা সে ইচ্ছাকে বিসর্জন দিয়ে দেয় কিন্তু এখন দিন এসেছে বদলে যাবার কেননা অশেস্কা এবার তাদের পাশে দাড়িয়েছে।  হ্যাঁ ” এডুকেশন ফর চেন্জ” নামে  অশেস্কার এবার প্রোগামটি ছিলো তাদের নিয়ে।

    উক্ত অনুষ্টানটিতে প্রথমে সকল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের দ্বারা সঠিক দিক-নির্দেশনা দেয়া হয় এবং ১০ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ইউনিভার্সিটি  এডমিশন টেস্টের বই বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইক্রোসফ্টের ব্র্যান্ড এম্বাসেডর ও ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্র মোহন রবিদাস,  জাহাঙ্গীরনগরের ছাত্র রাজু নুনিয়া, অশেস্কার সভাপতি আয়ান রহিম, সম্পাদক মুহিবুর রহমান সাহান ও অশেস্কার অন্যান্য সদস্যবৃন্দ।প্রেস বার্তা