বিশ্বকাপ অানন্দে মেতেছে পুরো শ্রীমঙ্গল

    0
    197

    অামার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জুন,সাদিক অাহমেদ,স্টাফ রিপোর্টার: অার মাত্র কয়েক ঘন্টা।অবশেষে অবসান হতে যাচ্ছে বিশ্ব ফুটবল প্রেমীদের অপেক্ষার পালা।জমকালো অায়োজনের মধ্যে দিয়ে রাশিয়ার মস্কোতে পর্দা উঠতে যাচ্ছে দ্যি গ্রেটেস্ট শো অন অার্থ খ্যাত বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয়,রোমাঞ্চকর,মহাযজ্ঞ বিশ্বকাপ ফুটবলের ২১ তম অাসর।উদ্ভোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯ টায় স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদী অারব।
    বিশ্ব ফুটবলে বাংলাদেশ প্রায় অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে।ফুটবল খেলুড়ে ২০২ টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ১৯৭ তম অবস্থানে।তবুও বিশ্বকাপ নিয়ে বাঙালীদের থাকে বাড়তি এক উত্তেজনা।বাঙালী জাতী শৌখিন না হলেও বেশ অাবেগী জাতী।বিশ্বকাপ ফুটবল নিয়ে বাঙালী জাতীর অাবেগ বহুদিনের।কাল পরিক্রমায় প্রতিটি বিশ্বকাপ শুরুর মাস খানিক অাগ থেকেই বাঙালীদের মাঝে বিরাজ করে উৎসবমুখর এক পরিবেশের।সবাই ব্যস্ত থাকে নিজের সাপোর্ট করা দলটি নিয়ে।পুরো বাংলাদেশের প্রতিটি অানাচে কানাচে ভরে যায় রঙ বেরঙের নানান দেশের জাতীয় পতাকায়।প্রতিযোগিতা মুলক এক পরিবেশের সৃষ্টি হয় পুরো বাংলাদেশ জুড়েই।প্রত্যকেই ব্যস্ত হয়ে পড়েন নিজের সাপোর্ট করা দলটির জাতীয় পতাকা,ব্যানার,ফেস্টুন টাঙানো নিয়ে।সবার একটাই উদ্দেশ্য নিজের সাপোর্ট করা দলটিকে সবার নজর কাড়ানো।
    সারা দেশের ন্যায় বিশ্বকাপ অামেজে মেতে উঠেছে চায়ের রাজধানী,দুটি পাতা একটি কুঁড়ির রাজ্য শ্রীমঙ্গলও।চৌমুহনা চত্বর থেকে শুরু করে শহরতলীর অানাচে কানাচে যেদিকেই তাকানো যায় চারদিকে দেখা যায় বাতাশে ওড়ে বেড়া বিভিন্ন দেশের পতাকা।বহুতল ভবন থেকে শুরু করে রাস্তার পাশের চায়ের দোকানগুলোও বাদ যায়নি এই পতাকা উৎসব থেকে।পুরো শ্রীমঙ্গল ঘুরে এসে দেখা যায় সবচেয়ে বেশী পতাকা উড়ছে পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিল ও গত বিশ্ব রানার্সঅাপ অাজেন্টিনার জাতীয় পতাকা।তার পরেই বেশী পতাকা উড়তে দেখা গেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির পতাকা।জার্মানির পরেই এই স্থানটি দখল করে রেখেছে সাবেক অারেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।এছাড়াও অল্প পরিমাণে উড়তে দেখা গেছে পর্তুগাল,ইংল্যান্ড,ফ্রান্স,জাপানের জাতীয় পতাকা।
    ৩২ দলের অংশগ্রহনে ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়ার ১২ টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ৬৪ টি ম্যাচ।১৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের জমকালো এই অাসরটির।