বিশিষ্ট বাম রাজনীতিবিদ শিশির দে মেঘন এর মৃত্যুবার্ষিকী

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২সেপ্টেম্বর ডা, অবনী শর্ম্মা :জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সদস্য সা¤্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লড়াকু সৈনিক শিশির দে মেঘন-এর ৩য় মৃত্যুবার্ষিকী বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে পালন করা হয়। ২ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে জেলা কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক ডা. অবনী শর্ম্মার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূরুল মোহাইমীন, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা, কৃষকনেতা রমজান আলী পাখি, সৈয়দ আমির উদ্দিন প্রমূখ। সভায় বক্তরা বলেন শিশির দে আমৃত্যু শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। তাঁর দেখিয়ে দেওয়া সংগ্রামের পথেই এদেশ থেকে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা দালাল পুঁজিপতি শ্রেণীকে উচ্ছেদ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে হবে। এদিকে গত ১ সেপ্টেম্বর সকালে প্রয়াত নেতার পৃথ্বিমপাশাস্থ সমাধিতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি আহবায়ক ডা. অবনী শর্ম্মা, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, এনডিএফ নেতা আফজাল চৌধুরী ও রজত বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা, কৃষকনেতা সৈয়দ আমির উদ্দিন, প্রয়াত শিশির দে-এর পুত্র দীপক দে ও পলাশ দে-সহ পরিবারের সদস্যরা।