বিরল প্রজাতি সোনালি সাঁজের একটি গুই সাপ আটক

    0
    367

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০মে, জিএম সাইফুলঃ  সোনালি সাঁজের ৩ ফুট লম্বা প্রায় ৬/৭ কেজি ওজনের একটি গুই সাপ আটক করা হয়েছে। বিরল প্রজাতির ওই গুই সাপটিকে  বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার ভুইশহর গ্রামের পুরনো জমীদার বাড়ির পুকুর থেকে আটক করে।  আজ  শনিবার  দুপুরে ওই ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন, এলাকার লোকজন  গুই সাপটিকে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে মাছ ধরার জাল দিয়ে আটক করে।পরে কিছু অতি উৎসাহীরা সাপটিকে  লাঠি ও ইট দিয়ে আঘাত করতে থাকে।GOISAP 2

    একপর্যায়ে একই এলাকার বরজু মিয়া নামে এক গ্রাম্য কবিরাজ আটক কারীদের থেকে ঔষধ বানানোর কথা বলে গুই সাপটিকে নিয়ে যায়। বরজু মিয়া কবিরাজ জানায়,আজ শনিবার গুই সাপটিকে জবাই করে ঔষধ বানানো হবে।