বিমা শিল্পে নৈতিকতার বড়ই অভাব,বিমা মেলায় অর্থমন্ত্রী

    0
    247

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,মার্চঃ অনিয়ন্ত্রিতভাবে বিমা শিল্প গড়ে উঠার কারণে এ খাতে নৈতিকতার অনেকটা অভাব রয়েছে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী ‘বিমা মেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

    এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘বিমা শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথম উদ্যোগ গ্রহণ করে। এর পর আওয়ামী লীগ সরকার এসে তা বাস্তবায়ন করে।’ তিনি বলেন, ‘বিমা শিল্পে নৈতিকতার বড়ই অভাব আছে। মানুষ বিমা করে কিন্তু কিছুই পায় না। ফলে এ খাতের প্রতি মানুষের আগ্রহ থাকে না। যদিও পোশাকশিল্পের পর সর্বোচ্চ জনশক্তির খাত এটি।’

    আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মানুষ বিমা করে বিনিময়ে কিছুই পায় না। এ কারণে বিমার প্রতি মানুষের আস্থা দিন দিন কমছে। তবে সংশ্লিষ্টরা বিমা খাতের ওপর আস্থা ফেরানোর চেষ্টা করছে। এ মেলা আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে অনেকটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।’

    তিনি আরও বলেন, ‘বিমা আইন ২০১০ এর মাধ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গঠন করা হয়েছে। এটি গঠন করার পর খুব সুন্দর করে তারা এ খাতকে পরিচালনা করছে। এখন বিমাশিল্পের বিকাশ মন্দ না।’

    আইডিআরএ-র চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘বিমা খাতের অবহেলার কারণে দেশের উদীয়মান অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারেনি। এর মূল কারণ বিমা সম্পর্কে সাধারণ মানুষের ভ্রান্ত ধারণা এবং কিছু কোম্পানির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড। এ ছাড়া এ খাতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে।’

    জানা গেছে, ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো বিমা মেলার আয়োজন করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার উম্মুক্ত থাকবে।

    আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, আইডিআরএ সদস্য মো. কুদ্দুস খান, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।