বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এডভোকেট মাহবুব

    0
    222
    শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: কিংবদন্তী রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক এমপি মাওলানা আছাদ আলীর সুযোগ্য সন্তান হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃতি সন্তান সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ২ বারের সংসদ সদস্য সিলেট বিভাগের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী এমপি এডভোকেট মাহবুব আলী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। রবিবার এ তথ্য নিশ্চিত করে এমপি মাহবুব আলী, বলেন মন্ত্রীসভায় শপথ নেয়ার জন্য প্রস্তুতি নিতে টেলিফোনে আমাকে জানানো হয়েছে।
    এ দিকে নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। তবে মন্ত্রিপরিষদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। উল্লেখ্য যে, সোমবার বিকালে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলীসহ অন্যান্য মন্ত্রী শপথ গ্রহণ করবেন।