বিমানবন্দরে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধারঃদাম ৩২ কোটি টাকা

    0
    227

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত মালপত্রের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।শনিবার রাত সোয়া ১০টার দিকে কার্গো ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। চোরাই পথে আসা এ স্বর্ণের দাম ৩২ কোটি টাকা।

    বিমানবন্দর সূত্রে জানা যায়, কার্গো ভিলেজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। কাচের ফ্রেমে বিশেষ কায়দায় লুকানো ছিল এসব স্বর্ণ। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৮৫ নম্বর ফ্লাইটে ২৭ ও ২৮ ডিসেম্বর দুই চালানে এসব স্বর্ণ ঢাকায় আসে। তল্লাশি করে ৬৪০টি স্বর্ণের বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রামের মতো।

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এর পেছনে কারা রয়েছে তা তদন্ত করে বের করা হবে।