বিমানবন্দরে ১কোটি ৪০ লাখ টাকা সমমানের সৌদী রিয়াল আটক

    0
    260

    আমারসিলেট24ডটকম,১৭মেঃ বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিকবিমানবন্দরে ১ কোটি ৪০ লাখ টাকা সমমানের সৌদী রিয়াল আটক করেছে । আটক হওয়াসৌদি রিয়ালের মধ্যে ৫০, ১০০, ৫০০ রিয়ালের নোট রয়েছে। সর্বমোট ১ লাখ ৮৯হাজার ৮শ’ ৫০টি সৌদি রিয়াল ছিল। বাংলাদেশী টাকায় যার বাজার মূল্য প্রায় ১কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
    শুক্রবার রাত ১০টার দিকে বিমানবন্দরে মালামাল স্ক্যানিং করার সময় এই বৈদেশিক মুদ্রার চালানটি ধরা পড়ে।
    বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখার সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বাসস’কে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
    তিনি জানান, শুক্রবার রাতে বাংলাদেশ থেকে মিলান্দো এয়ারলাইন্স বিমানে করেবৈদেশিক মুদ্রারএই চালানটি কুয়ালালামপুর পাচার করা হচিছল। রাত ১০টার দিকেবিমানবন্দরে বোর্ডিং কাউন্টারে বিমানের যাত্রীদের মালামাল মেশিনেস্ক্যানিং করার সময় একটি ব্যাগে এই সৌদি রিয়ালের চালানটি ধরা পড়ে। চালভর্তিএকটি ব্যাগে লুকানো অবস্থায় এই মুদ্রাগুলো পাওয়া যায়।
    বিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুলখান জানান, ”এ ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে। আশা করছি, অপরাধীদের সনাক্তকরা যাবে। দেশ থেকে বিদেশে মুদ্রাগুলো পাচার করা হচ্ছিল।”
    আটক হওয়া বৈদেশিক মুদ্রাবিমানবন্দর কাস্টমস শুল্ক গোয়েন্দা শাখার হেফাজতে রয়েছে।বাসস।