বিভাগীয় ও মহাসমাবেশের ঘোষণা সম্মিলিত জাতীয় জোটের

    0
    333

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১১আগস্ট,ফয়সাল শরিফঃ জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমন্বয়ে গঠিত সম্মিলিত জাতীয় জোটের লিয়াঁজো কমিটির সভা ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাছের ওয়াহেদ ফারুক।

    লিয়াজোঁ কমিটির সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার (অব.), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, সাংগঠনিক সচিব মাও: আ.ন.ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী, যুগ্ন সাংগঠনিক সচিব সৈয়্দ মোজাফফর আহমদ, অর্থ সচিব মাও: মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) মহাসচিব অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন, মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, সমন্বয়কারী মোঃ আখতার হোসেন, জাতীয় ইসলামী মহাজোট মুখপাত্র ক্বারী মাও: আসাদুজ্জামান, মহাসচিব আবুল হাছানাত ও মুফতি মুহিবুল্লাহ প্রমুখ।

    জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, টিয়ার আর কাবিখায় সরকারকে খেয়ে ফেলেছে। প্রধান বিচারপতির দেয়া একটি রায় নিয়ে মানুষের মধ্যে অনেক গুঞ্জন শুনি পক্ষে-বিপক্ষে। ঘুষ, দুর্নীতি, অব্যস্থাপনা, অপরিকল্পিত নগরায়নে জনগণ এখন অতিষ্ঠ। অপর দিকে বিএনপি এখন জনগণ থেকে অনেক দূরে।

    এ মূহুর্তেই আমাদের জন সমর্থন নিয়ে কাজ করতে হবে। যুব সমাজকে কাজে লাগাতে হবে। সাংগঠনিক কর্মকান্ড প্রদর্শন করতে হবে। সম্মিলিত জাতীয় জোট একত্রে কাজ করতে হবে। আগামী নির্বাচনে পার্টির সাংগঠনিক শক্তি, জনগণের আস্থা অর্জন করতে হবে। জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার এখনই সময়, ভুল করলে চলবে না।

    *সম্মিলিত জাতীয় জোটের ৮টি বিভাগীয় সমাবেশ এবং মহাসমাবেশের সময়সূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

    ক্রমিক নং তারিখ স্থান পার্টির নামঃ
    ১। ২১ সেপ্টেম্বর ২০১৭ শনিবার খুলনা বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ২। ১৪ অক্টোবর ২০১৭ শনিবার বরিশাল বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ৩। ২৮ অক্টোবর ২০১৭ শনিবার কুমিল্লা সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ৪। ১১ নভেম্বর ২০১৭ শনিবার চট্টগ্রাম বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ৫। ১৮ নভেম্বর ২০১৭ শনিবার সিলেট বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ৬। ২৫ নভেম্বর ২০১৭ শনিবার ময়মনসিংহ বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ৭। ০৯ ডিসেম্বর ২০১৭ শনিবার রংপুর বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ৮। ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার রাজশাহী বিভাগ সম্মিলিত জাতীয় জোট (সমাবেশ)
    ৯। ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার ঢাকা বিভাগ সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ