বিবাহবহির্ভূত সম্পর্কঃভরণপোষণ পাবেনা স্ত্রী

    0
    236

    আমার সিলেট  24 ডটকম,০৯নভেম্বরঃ বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে বিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাবেন না কোন দায়ী  স্ত্রী। গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ের একটি আদালত এমন রায় দিয়েছেন।টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্বামীর কাছে ভরণপোষণ চেয়ে দক্ষিণ মুম্বাইয়ের ৩৮ বছর বয়সী এক নারীর করা একটি আবেদন খারিজ করেছেন সে দেশের একটি আদালত। অপরদিকে ওই নারীর সাবেক স্বামীর আবেদন আদালত গ্রহণ করেছেন।
    ইন্ডিয়ার ওই আদালত তার আদেশে বলেছেন, অন্য পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত (পরকিয়া ) সম্পর্কে জড়ালে স্বামীর কাছে কোনো স্ত্রী ভরণপোষণ দাবি করতে পারবেন না। নিজের অপকর্মের জন্য ওই স্ত্রী কোনো সুযোগ-সুবিধা পেতে পারেন না।
    আদালত ৪০ বছর বয়সী সাবেক স্বামীর আবেদন গ্রহণ করেছেন । স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতা ও অবৈধ সম্পর্কের অভিযোগে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন তিনি।
    আদালত সূত্রে জানা যায়, এই দম্পতি ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন। তাঁদের ১২ বছর বয়সী একটি ছেলে আছে। স্বামী একটি ব্যবসা চালান। তিনি বাসায় ফেরেন রাত ১০টায়। স্বামীর অভিযোগ, ২০০৫ সালের নভেম্বরের একদিন বেশ আগেই বাসায় ফেরেন তিনি। বাসায় সন্তানকে একা দেখতে পান। স্ত্রীর সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু তা বন্ধ পাওয়া যায়। রাত পৌনে আটটায় বাসায় ফেরেন স্ত্রী। বাইরে যাওয়ার কারণ জানতে চাইলে বিষয়টি এড়ানোর চেষ্টা করেন তিনি। পরে এক নারী বন্ধুর সঙ্গে সাক্ষাতের কথা বলেন। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, ওই নারীর সঙ্গে দেখা করেননি তিনি।
    পরের দিন ওই নারী স্বীকার করেন, তিনি তাঁর এক প্রতিবেশী পুরুষের সঙ্গে হোটেলে গিয়েছিলেন। ওই প্রতিবেশী বিভিন্ন সময় তাঁদের বাসায় যাতায়াত করেন বলেও জানতে পারেন স্বামী। স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার কাছে ধরা পড়ে। এ ঘটনায় নিষ্ঠুরতা ও অবৈধ সম্পর্কের অভিযোগ এনে ২০০৫ সালের ডিসেম্বরে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন স্বামী। উপযুক্ত তথ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আবেদনটি গ্রহণ করেন আদালত।
    আদালত রায়ে বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের বিশ্বাস ভঙ্গ করেছেন ওই স্ত্রী। তাই স্বামীকে আর তাঁর বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখতে বলা যাবে না।