বিজয়ের মাসেই শ্রীমঙ্গলে দেশের ২য় চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে

    0
    313

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪নভেম্বর,জহিরুল ইসলাম,মৌলভীবাজার:   প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চায়ের রাজধানী শ্রীমঙ্গলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ আয়োজনে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন কল্পে বিশিষ্টব্যক্তি বর্গদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গলে টি হ্যাভেন রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
    টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব জহর তরফদার এর সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো:আব্দুর রউফ, এমবিএ (ইউএসএ)।

    বিশেষ অতিথি ছিলেন-বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মো.ওবায়দুল আযম, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলার চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো.আজিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব,জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ,সাধারণ সম্পাদক মো.মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান,কুলাউড়া উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন -চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট চা বাগানের মালিক, চা ব্যবসায়ী, চা শিল্পের সাথে জড়িত দেশের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় তারা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং সভায় উপস্থিতরা আগামী ডিসেম্বরে চা নিলামকেন্দ্র চালুর ব্যাপারে একমত পোষণ করেন।

    বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.আব্দুর রউফ,এমবিএ (ইউএসএ) সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র নির্মাণের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই চা নিলাম কেন্দ্র শীঘ্রই উদ্বোধন হচ্ছে। বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশী চা উৎপাদন হয় সিলেটের শ্রীমঙ্গলে তাই চট্টগ্রামের পর সিলেটের শ্রীমঙ্গলে ২য় চা নিলাম কেন্দ্র চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    সন্ধ্যার পর এ খবর লোকমুখে বের হলে, শ্রীমঙ্গল বাসীর চোখে মুখে আনন্দের রেশ দেখা যায়।এ বিষয়ে শ্রীমঙ্গলের বাসিন্দা সব্যসাচী পুরকায়স্থ বলেন, সিলেট বাসীর দীর্ঘদিনের দাবী পুরণ হতে চলেছে। গণতন্ত্রের মানসকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২য় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম আগামী বিজয়ের মাসে শ্রীমঙ্গলে শুরু হলে তা হবে সিলেটবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তরফ হতে বিজয়ের মাসে এক দারুন উপহার। এটি চালু হলে এতদঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
    মতবিনিময় সভা শেষে আগত অতিথিবৃন্দ শ্রীমঙ্গল টিচার্স কালচারাল ক্লাবের পরিবেশনায় ঝুমুর নৃত্য, মনিপুরী নৃত্যসহ বর্ণিল আয়োজনের মনোজ্ঞ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।