বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চা-পাতা,মাদকসহ আটক-২

    0
    250
    এস এম সুলতান খান চুনারুঘাট থেকেঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা-পাতা ও মাদক সহ দুই জনকে আটক করেছে বিজিবি।
    বিজিবি৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাঃকর্ণেল এম জাহিদুর রশিদ (পিএসসি) জানান, ১৮ আগস্ট রাত ২টায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার সাতছড়ি বিট নামক স্থানে অভিযান চালান,  বিজিবি৫৫ ব্যাটালিয়ন চিমটিবিল বিওপির হাবিলদার রুহুল আমিনের নেতৃত্বে একদল বিজিবি।
    এ সময় মালামাল নিয়ে গাড়ির অপেক্ষমান বহনকারীরা পালিয়ে গেলে তারা কয়েকটি বস্তায় থাকা ভারতীয় চোরাই চা-পাতা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত চা-পাতার পরিমাণ ১০৫০কেজি। যার সীজার মূল্য ৩লক্ষ ১৫হাজার টাকা। অপর দিকে একই রাতে একই সময়ে বিজিবির মাদক বিরোধী অভিযানে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি৫৫ ব্যাটালিয়ন বাল্লা বিওপির হাবিলদার মোঃ গোলাম মুর্শিদ এর নেতৃত্বে উপজেলার  টেকেরঘাট নামক স্থান হতে দুই বোতল  ভারতীয়  মদ সহ দুই জনকে আটক করে বিজিবি।
    আটককৃতরা উপজেলার গাজীপুর গ্রামের মৃত আঃ জলিলের পুত্র  মোঃ সাহেব মিয়া (৪৬) ও টেকেরঘাট গ্রামের মৃত হিরণ মিয়ার পুত্র   মোঃ তাজুল হক (২৫)। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।অপরদিকে গত ১৭ আগস্ট রাত ৯ ঘটিকায় বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চুনারুঘাট থানাধীন চিমটিবিল বিওপি’র রাবার বাগান নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ ওসিব্লু আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সীজার মূল্য ৭০হাজার ৫০০ টাকা।
    আটককৃত মালামালের আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।