বাহুবলে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

    2
    256

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১এপ্রিল,তালুকদার তৌফিকঃ হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

    ঘটনাটি ঘটেছে বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে। নিহতের নাম মিজানুর রহমান (১২)।

    স্থানীয় মীরেরপাড়া গ্রামের সাদত মিয়ার পুত্র মিজানুর রহমান পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামের সাদত মিয়ার পুত্র মিজানুর রহমান স্থানীয় পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

    বুধবার বিকেল ৪টার দিকে স্কুল ছুটির পর বাইসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী বাজার সংলগ্ন স্থানে পৌঁছামাত্র সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

    এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে তাকে বাহুবল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্কুল ছাত্র ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

    এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। স্কুলের শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।