বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণে তীব্র ঘৃণা ও নিন্দা

    0
    298

    বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত। ভারতের মুসলিম সম্প্রদায়ের ঐতিহাসিক বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের তীব্র নিন্দা জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের জাতীয় নেতৃবৃন্দ।

    সংগঠনের কো চেয়ারম্যান আলহাজ্ব শাহ মুহাম্মদ আহসানুজ্জামান, কো চেয়ারম্যান অধ্যাপক ড: সাইয়্যিদ আবদুল্লাহ আল মারুফ শাহ, অধ্যক্ষ আল্লামা অসিয়র রহমান আলকাদেরী, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, ষুগ্ম মহাসচিব কাজী মুবারক হোসেন ফরায়েজী, মুফতি মাহমুদুল হাসান, মুফতি জসিম উদ্দিন আজহারী ও সাংগঠনিক সচিব অধ্যক্ষ ইসমাইল নোমানী, অর্থ সচিব এডভোকেট মুখতার আহমদ সিদ্দীকি প্রমুখ এক যৌথ বিবৃতিতে বলেন- দক্ষিণ এশিয়ায় আবহমান কাল থেকে সাম্প্রদায়িক- সম্প্রীতির যে ঐতিহ্য লালিত হয়ে আসছে তা বিনষ্টের এক চূড়াকরণ করলো বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নিমার্ণের মোদি সরকারের সিদ্ধান্ত। ঐতিহাসিকভাবে প্রমাণিত বাবরি মসজিদের স্থলে মন্দির নির্মাণ করে মোদি নিজেকে একজন সাম্প্রদায়িক সন্ত্রাসী হিসাবে পরিচয় দিল।

    দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-বৈশ্বিক এ চরম ক্রান্তিকালে বিশ্ব মানব যেখানে অসহায়, অর্থনীতির চরম মন্দাভাব ঠিক তখনিই ভারতের মুসলমানদের পবিত্র মসজিদ ভাঙ্গার মত চরম সিদ্ধান্ত সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে মোদি সরকারকে এসব অন্যায় কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে আন্তদেশীয় সাম্প্রদায়িক- সম্প্রীতি বজায় রাখার স্বার্থে পরাস্ট্রনীতি জোরদার করার আহবান জানানো হয়। প্রেস বার্তা