বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গল”র মানববন্ধন

    0
    251

    বিশেষ প্রতিনিধি: “বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গল” এর আহবায়ক কমিটির উদ্যোগে অদ্য ৫ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মুর্শেদ আলম চৌধুরী ও মোঃ রেজাউল করিম সাকিব এর যৌথ উপস্থাপনায় অত্র সংগঠন এর আহবায়ক মোঃ আশরাফুল খান রুহেল এর সভাপতিত্বে মোঃ শাহেদ আহমদ এর সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ জুবায়ের আহমদ এর কুরআন তেলাওয়াত ও আতিকুল ইসলাম এর নাতে রাসূল এর মধ্যে দিয়ে দলমত নির্বিশেষে ফ্রান্স বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, এম এ সালাম,(পৌর প্যানেল মেয়র-২),মোঃ আকতার হোসেন (যুগ্ন সাধারণ সম্পাদক ব্যবসায়ী সমিতি),এম মুহিবুর রহমান মুহিব (চেয়ারম্যান -শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটি) মাওলানা সোহাইল আহমদ (সেক্রেটারি -উলামা পরিষদ),মোঃ ইসমাঈল হোসেন (বিশিষ্ট ব্যাবসায়ী), মোঃ আমজাদ হোসেন বাচ্চু (ব্যাবসায়ী সমিতি কার্যকরী সদস্য), মোঃ গোলামুর রহমান মামুন (সম্পাদক -নিরাপদ সড়ক চাই),লুৎফুর রহমান,মোঃ আবু জাফর ছাদেক খান (শিক্ষক), মোঃ দেলোয়ার হুসেন (সম্পাদক- গ্রীন কালাপুর), রুহিন আহমদ (বিশিষ্ট রাজনীতিবীদ),ডাক্তার মামুনুর রশীদ (সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল পল্লী চিকিৎসক), হাফেজ মিসবাহ উদ্দিন জুবায়ের (প্রধান শিক্ষক হিফজ বিভাগ,বরুনা), হাফিজুর রহমান তুহিন চৌধুরী (বিশিষ্ট সমাজসেবক), সজিবুর রহমান টিপু,এম এ এম রাসেল মোস্তফা(ছাত্রনেতা),মাওলানা আবেদ শাহ আল আবেদী,মাওলানা হাফিজুর রহমান জুলহাস, সালেহ আহমদ পাটোয়ারী,মর্তুজ আলী,মাওলানা সাহেদ খান,রমিজ উদ্দিন,মোঃ নাজমুল ইসলাম চৌধুরী,(খাদেম সিরাজনগর দরবার শরীফ)

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সদস্য বৃন্দ মোঃ ইয়াছিন তালুকদার, সোহেল আহমদ,মোঃ আফজল হোসেন, মোঃ কাউসার আহমদ,সাংবাদিক শাহীন আহমদ,মো:জাবেদ আহমেদ, মোঃ আব্দুল কাদির, মাওলানা রুহুল আমিন,সাংবাদিক ইমরান হোসেন,ডাক্তার মোশাররফ হোসেন রাসেল, হাফেজ মুতালিব আহমদ,সৈয়দ নাজমুল ইসলাম,আশরাফুল ইসলাম,মোঃ আবু মোসা,মোঃ আব্দুল্লাহ, মোঃ আজিজুর রহমান, মোঃ রিয়াজ,মোঃ সজিব,মোঃ শাহ আলম, মোঃ রিপন,মোঃ রাশেদ আহমদ, মোঃইসমাইল, মোঃ জাকারিয়া মোঃ জয়নাল প্রমুখ।

    এ সময় বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন, সকলে ঘৃণাভরে ফ্রান্সের পণ্য প্রত্যাখ্যান করতে আহবান জানান. ফ্রান্স সরকার কতৃক এই উগ্রবাদের তীব্র নিন্দা জানান। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মোনাজাত করেন মাওলানা সালাহউদ্দিন আহমদ (ইমাম ও খতিব ডাক্তার বাড়ি জামে মসজিদ)।