বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের ভারত গমন

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জানুয়ারী,বেনাপোল প্রতিনিধি : ভারতে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি)’র ২১সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ভারতে গমন করেছেন।

    রবিবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলের সদস্যরা পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশ করেন। এই প্রতিনিধি দলের নের্তৃত্ত্ব দেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (প্রশাসন) সৈয়দ কামরুল ইসলাম।

    বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের কোচ সানোয়ার আহম্মেদ বলেন, আমরা প্রতিযোগিতায় ক্রিকেট এ্যাসোসিয়েশন ব্লাইন্ড ইন্ডিয়ার আমন্ত্রণে অংশগ্রহণ করছি। এই প্রতিযোগিতাটি ভারতের দিল্লীতে ২৮জানুয়ারী থেকে শুরু হয়ে ১২ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

    বাংলাদেশ দল আগামী ৩০ জানুয়ারী সোমবার প্রথম প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহন করবে। প্রতিযোগিতা শেষে প্রতিনিধি দলটি ১৪ফেব্রুয়ারী দেশে ফিরবে।