বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধির উপর  হামলার প্রতিবাদে নিন্দা

    2
    476

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬এপ্রিলঃ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দীপংকর ভটাচার্য লিটনের উপর হামলা চেষ্টার প্রতিবাদে গত রবিবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী। প্রেসক্লাব সম্পাদক বিকুল চত্র“বর্তীর সঞ্চালনায় সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন যুগান্তরের বিশ্বজ্যোতি চৌধুরী, মানবজমিনের কামরুল আম্বিয়া, সাস্পাহিক শ্রীভূমি সম্পাদক ইসমাইল মাহমুদ, চ্যানেল ৭১’র আহম্মেদ ফারুক মিল্লাদ, বাংলাদেশ বেতারের মামুন আহম্মেদ, কালের কন্ঠের বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সমকালের শামীম আক্তার হোসেন, আলোকিত বাংলাদেশের সৈয়দ ছায়েদ আহম্মেদ, সাপ্তাহিক পাতাকুরির মুজিবুর রহমান রেনু, ভোরের ডাকের ইমাম হোসেন সোহেল, বাংলাদেশ সময়ের অনুজ কান্তি দাশ, সাপ্তাহিক ২০০০ এর মাহফুজুর রহমান সুমন ও ফেঞ্চুগঞ্জ বার্তার সনেট দেব চৌধুরী।

    উল্লেখ্য, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি দীপংকর ভটাচার্য লিটন সম্প্রতি উপজেলা আইন শৃঙ্খলা সভায় শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে গরু চুরি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।এতে ক্ষুব্ধ হয়ে গত ২ মার্চ রাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতলিব তার ছেলে ও এক সহযোগীকে নিয়ে শ্রীমঙ্গল প্রতিনিধির ব্যবসা প্রতিষ্ঠানে এসে তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং হামলার চেষ্টা করেন। এসময় উপস্থিত লোকজন তাকে হামলার হাত থেকে রক্ষা করেন বলে এক সংবাদে জানানো হয়।