বাংলাদেশ-ইংল্যান্ড অঘোষিত ফাইনাল

    0
    214

    আমার সিলেট টোয়েন্টি ফোর ডটকম,ক্রীড়া প্রতিবেদক,১২অক্টোবর:ক্রিকেট বিশ্বের মহা এক আতঙ্কের নাম বর্তমানে টাইগার্স বাহিনী।ক্রিকেটপ্রেমী বাঙালীদের একের পর এক সিরিজ জয় উপহার দিয়েই যাচ্ছে মাসরাফিরা।দেশের মাটিতে একে একে বাংলাদেশ হারিয়েছে ক্রিকেট বিশ্বের শেড ভারত,পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা,জিম্বাবুয়েকে।এদের মধ্যে বাংলাওয়াশের উপমা লাগিয়ে দিয়েছে পাকিস্তান ও জিম্বাবুইয়ানদের গায়ে।
    এদিকে নানান জল্পনা কল্পনা ও নাটকীয়তার মধ্য দিয়ে বাংলাদেশের-ইংল্যান্ড সিরিজ মাঠে গড়িয়েছে গত ৭ই অক্টোবর।নিরাপত্তার অজুহাত দেখিয়ে বারবারই বাংলাদেশে আসতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে ভিভিআইপি নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হলে বাংলাদেশের মাটিতে পা রাখেন ইংলিশরা।
    সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও তীরে এসে তরী ডুবাতে হয়েছিল বাংলাদেশকে।৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০ ওভার পর্যন্ত ভালো অবস্থানে থেকেও ২৯ রানের পরাজয় মানতে হয়েছিল টাইগারদের।সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে ২য় ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবেনি বাংলাদেশ।দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ বাঁচাতে জয়টা টাইগারদের প্রাপ্যই ছিল।আর তাই ২য় ওডিআইতে ৩৪ রানের বিশাল জয় পায় টাইগাররা।এই জয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ।
    আজ সিরিজ নির্ধারণী ও শেষ ওডিআইতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ এ সমতা থাকায় চট্টগ্রামের ম্যাচটি তাই রূপ নিয়েছে অঘোষিত এক ফাইনালে।চট্টগ্রামের মাঠে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস বেশ উজ্জ্বল।এমনকি এই মাঠেই বাংলাদেশ অনেক বড় বড় দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে।দুই দলের অধিনায়ক এবং খেলোয়াররা ম্যাচটি নিয়ে বেশ রোমাঞ্চিত।তাইতো সংবাদ সম্মেলনে ইংল্যান্ড দলের প্রতিনিধি হিসেবে মঈন আলী বলেন”শুধু চ্টগ্রামের স্টেডিয়ামেই নয় নিজেদের মাটিতে সব মাঠেই বাংলাদেশ শক্ত দল।তাই তাদেরকে কঠিন প্রতিপক্ষ ভেবেই মাঠে নামবো আমরা।”এইদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাসরাফি মরতুজা সংবাদ সম্মেলনে বলেন”অতিতের ভালো ইতিহাস নিয়ে ভাবছিনা।সিরিজ জয়ের জন্যই মাঠে নামবো”।
    সিরিজ নির্ধরনী একটি ম্যাচ এক পর্যায়ে রূপ ধারণ অঘোষিত একটি ফাইনালে।আজ বেলা আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী জাতীয় স্টেডিয়ামে অনুষ্টিত হবে এই অঘোষিত ফাইনাল ম্যাচটি।বাংলাদেশের সামনে রয়েছে দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ জয়ের রেকর্ডের হাতছানি।অপরদিকে ওয়ানডে ক্রিকেটের বর্তমান সেরা দল ইংল্যান্ড চাইবে যেকোন মুল্যেই সিরিজ জিতে ট্রফি নিয়ে দেশে ফিরতে।
    শুধু ক্রিকেটাররাই নয়,দর্শকদের মধ্যে তার চেয়ে দ্বিগুন উৎসাহ বিরাজ করছে ম্যাচটি নিয়ে।বর্তমানে বাংলাদেশের সকল আলোচনার তুঙ্গে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচটি।
    তবে ম্যাচটিতে দুই প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে মুষলধার বৃষ্টিকে।আবহাওয়াবিদগণ ইঙ্গিত দিয়েছেন কাল চট্টগ্রামের আকাল মেঘলা থাকবে।ম্যাচের শুরু অথবা যেকোন সময়ই হালকা অথবা ভারী আকারের বৃষ্টিপাত হতে পারে।
    সবকিছু অপেক্ষা করে টাইগাররা কি পারবে কাল চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে জিতে দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ বিজয়ের মুকুট ছিনিয়ে আনতে?নাকি বাংলাদেশকে হারিয়ে রকেট ওডিআই সিরিজ চ্যাম্পিয়নের খেতাব গায়ে লাগিয়ে দেশে ফিরবে ইংল্যান্ড দল?সবকিছুর উত্তর পাওয়া যাবে আগামিকালের ম্যাচ শেষেই।